ফুলতলায় সাংবাদিক অরণ্যের স্ত্রীর রোগমুক্তি কামনা
ফুলতলা প্রতিনিধি
দৈনিক অণির্বানের ফুলতলা প্রতিনিধি রমজান মাহমুদ অরণ্যের স্ত্রী রুবাইয়া মাহমুদ রাফিজা (২৯) মেরুদন্ডের জটিলতায় ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সেক্রেটারী প্রভাষক মাজহারুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, শেখ ওসমান কবির, কবি শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ।