ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের ভাঙা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
উপজেলার পূর্বসরদী এলাকার ঢাকা-বরিশাল মহ্সড়কে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সজিবুল রহমান জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-মাদারীপুরের সদর উপজেলার সিরাজ (৫৫)।
আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সজিবুল বলেন, মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।“এতে ঘটনাস্থলে বাসের দুইযাত্রী এবং ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।”