September 21, 2024
আঞ্চলিক

ফকিরহাট মৌভোগে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্ত¡রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি আঃ রাজ্জাক শেখ, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোগেশ তরফদার। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ মোমিনুল হক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা আকবর আলী মোল্লাকে সভাপতি ও মোঃ ফারুক হোসেনকে সাধারন সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *