ফকিরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাংরাদেশ শিক্ষক সমিতি ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় টাউন-নওয়াপাড়া বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ আসাদুজ্জামান, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, স্থানীয় ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আব্দুস ছত্তার। প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামানের পরিচালনায় এসময় অধ্যক্ষ নাদিম উদ্দিন মাহাতাব, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়া রানী দাশ, প্রধান শিক্ষকগণ মোঃ সিদ্দিকুর রহমান, আবু হানিফ শেখ, বিমল কুমার ঘোষ, প্রজিৎ কুমার মজুমদার, প্রহলাদ চন্দ্র হীরা, সমীর কুমার মন্ডল, উত্তম কুমার দাশ, মোঃ ইউনুস আলী শেখ সহ বিভিন্ন শিক্ষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে ১০জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে ২লক্ষ ৭হাজার ৮শত টাকা অবসর ভাতা প্রদান করা হয়।