ফকিরহাট বাজারে করোনা বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট সদর বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে করোনা প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ক জরুরী সভা গতকাল শনিবার সকাল ১০টায় বাজার চান্দিনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা।
সদর ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে এতে বিশেষ অথিথি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম। ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসমিল্লাহ ফিড মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক শেখ হেমায়েত উদ্দিন, বাজার কমিটির সাধারন সম্পাদক খান হারুন অর রশিদ। এসময় প্রাক্তণ চেয়ারম্যান আঃ রশিদ শেখ, বাজার কমিটির শেখ সৈয়দ আলী, শেখ মোসলেম উদ্দিন, সত্য রঞ্জন চক্রবর্তী, প্রশান্ত সাহা, সিরাজুল ইসলাম, প্রশান্ত মোদক আনন্দ দে, কার্ত্তিক দত্ত সহ বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।