ফকিরহাটে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ টিপুর সঞ্চালনায় এসময় উপজেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর, আট্টাকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক মাসুদ হোসেন মুক্ত, মোঃ ইবারাত আলী, সাহাবুদ্দিন সাবু, সাজ্জাদ হোসেন সাজু প্রমূখ। ফাইনাল খেলায় আট্টাকা স্পোটিং ক্লাব ৩-১ গোলে পাইকপাড়া স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলায় শেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের শেখ ইমতিয়াজ আলী ও শেখ আকাশ ও রানার্স আপ দলের হাসান। খেলা পরিচালনা করেন জাহিদুল ইসলাম টুকু, সহযোগি ছিলেন সৈয়দ অনুজ। এসময় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।