ফকিরহাটে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে র্যাব-৬ এর বিশেষ এক অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাক সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের সাধুর বটতলা নামক স্থানে বিশেষ এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে বলে র্যাবের ডিএডি মোঃ শহিদুজ্জামান জানিয়েছেন। এসময় ট্রাকে তল্লাসী চালিয়ে ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার ও বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে ঝালকাঠির পিপলিকা এলাকার আব্দুল জলিলের পুত্র কামরুল হাসান (৩০) ও একই এলাকার খাদেম আলীর পুত্র ট্রাক চালক সালাম শিকদার (২২)। র্যাব জানায়, আটককৃতরা সাতক্ষীরা থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।