September 15, 2024
আঞ্চলিক

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ \ আহত ৪

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বিশ্বরোড এলাকায় ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পথচারী দিনমজুর রাব্বি ফকির (১৮) ও ইজিবাইক যাত্রী মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গির আলম (৪২) নিহত হয়েছেন। এসময় আরও ৪ ইজিবাইক যাত্রী আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গতকাল সোমবার সকাল আনুমানিক ৮:৩০ মিনিটের সময় ঘটেছে।

ফকিরহাট মডেল থানার ওসি আবু জাহিদ শেখ ও হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, খুলনাগামী গরুবোঝাই একটি ট্রাকের সাথে মোল্লাহাটগামী যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফকিরহাটের আট্টাকী গ্রামের হোসেন আলীর পুত্র পথচারী রাব্বি ফকির ঘটনাস্থলে নিহত হয়। এসময় আরও ৫ইজিবাইক যাত্রী আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সৈয়দ মহল্লা গ্রামের শেখ মোহম্মদ আলীর পুত্র মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গির আলম মারা যায।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের বাড়ী ফকিরহাটের বিভিন্ন এলাকায়। ঘাতক ট্রাক আটক হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে ঘটনায় ইজিবাইক ও নিহত পথচারীর বাইসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *