ফকিরহাটে স্বামীর দা’র কোপে স্ত্রী জখম
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর দা এর কোপে স্ত্রী মনিরা বেগম (৩০) নামের এক মহিলা মারাত্মক জখম হয়েছে। আহতের মাতা ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টায় ২নং ওয়ার্ড ডহরমৌভোগ গ্রামের ইলিয়াজ শিকদার তার স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতারি আঘাত করে। স্থানীয়রা মারাত্বক জখম অবস্থায় মনিরা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। তার মাথাই, পেটে ও বাম হাতে মারাত্বক জখম হয়েছে।
উল্লেখ্য, মৌভোগ পশ্চিমপাড়ারার আজহার মাঝির কন্যা মনিরার সাথে ডহরমৌভোগ গ্রামের অহেদ আলী শিকদারের পুত্র ইলিয়াজ শিকদারের দীর্ঘদিন পূর্বে বিবাহ হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে বিভিন্ন কারনে বা অকারনে উক্ত মনিরা বেগমকে তার স্বামী শারিরিক ও মানুষিক নির্যাতন করে আসছিল।