ফকিরহাটে ব্যস্ততম ডাকবাংলো চত্বরে যানজটে অতিষ্ট পথচারী
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড় চত্বরে যত্রতত্র ভাবে মাহেন্দ্র, ভ্যান, টেম্পু, অটো পারকিং করার ফলে নিয়মিত যানজট লেগেই থাকে। সকাল-দুপুরে স্কুল,কলেজ,অফিসগামী পথচারী ব্যক্তিদের চরম বিপাকে পড়তে দেখা যায়। বিশেষ করে রবিবার ও বুধবার ফকিরহাট বাজারের দিনে এ যানজট চরম আকার ধারণ করে।
উক্ত মোড় থেকে উত্তর দিকে কেন্দ্রীয় মসজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ভবন, নির্বাচন অফিস, প্রাণী সম্পদ কার্যালয়, বিআরডিবি অফিস, ৪টি ক্লিনিক, উপজেলা মডেল থানা ভবন, ২টি কলেজ, ১টি মাধ্যমিক স্কুল, দক্ষিণ দিকে ফায়ার সার্ভিস সেন্টার, ১টি কলেজ, বিশ^রোড বাসষ্টান্ড, পূর্ব দিকে ৫টি বানিজ্যিক ব্যাংক, ১টি সরকারি স্কুল, মন্দির, মসজিদ, বাজার, পশ্চিম দিকে ১টি ইউনিয় পরিষদ ভবন, ১টি গালর্স স্কুল, ৪টি এনজিও অফিস অবস্থান করায় প্রতি মুহুর্তে যান চলাচল এবং পথচারীর ভিড় লেগেই থাকে, মুহুর মুহুর ঘটে দুর্ঘটনা। মুমুর্ষ রোগী নিয়ে দ্রæত সময়ে এ্যাম্বুলেন্স যানজটে আটকা পড়তে দেখা যায়। অবৈধ ভাবে নছিমন, করিমনে ইট, বালু, খোয়া বোঝাই করে সড়কের জায়গা দখল করে লোড-আনলোড করছে বীরদর্পে।
ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন একাধিক বার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করলেও ডাকবাংলো মোড়ে গাড়ির শৃংঙ্খলা বজায় থাকছে না। বিশেষ করে মাহেন্দ্র এবং মটর চালিত ভ্যানের দৌরত্ব নিয়ন্ত্রেণের বাইরে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ পারভীন বলেন, অচিরেই মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে সভা করে ডাকবাংলো মোড়ে সড়কে যানজট রিসন করতে নিকনির্দেশনা প্রদান করবেন। এমতবস্থায় ডাকবাংলো মোড়ে নূন্যতম একজন পুলিশ নিয়োগ করে সড়কে দুর্ঘটনা রোধ করতে প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।