ফকিরহাটে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে চেঞ্জ রুমের উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জরুমের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সোমবার বেলা ১১টায় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক নিভা রানী পাঠক, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, অধ্যক্ষ শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, এসএমসির সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। অপরদিকে এদিন সকাল ১০টায় শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্চরুমের শুভ উদ্বোধন করেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক নিভা রানী পাঠক। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, অত্র বিদ্যালয়ের সভাপতি শিরিনা আক্তার কিসলু, প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।