ফকিরহাটে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক এলাকায় ট্রাকের চাপায় বাবুর্চী নুর মোহম্মদ ফরাজী ওরফে নুর ইসলাম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে পাগলা শ্যামনগর এলাকায় ঘটেছে।
স্থানীয়রা জানান, পাগলা শ্যামনগর গ্রামের আঃ কুদ্দুস ফরাজীর পুত্র নুর মোহম্মদ বাড়ী থেকে ফকিরহাট বাজারে আসার পথে অজ্ঞাত মালবাহী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।