ফকিরহাটে জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মহফিল
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট সদর ইউনিয়ন জাতয়ি পার্টির উদ্যোগে সোমবার সন্ধ্যায় উপজেলা জাপা কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট আলহাজ্ব হুসাইন মুহম্মদ এরশাদ এর সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ জালার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাওঃ এস এম আল জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন আলাল।
এসময় জাপা নেতা শেখ বাবুল আহম্মদ শেখ, জাফর উল্লাহ জাফর, শেখ হাসান আলী, খান এরশাদুজ্জামান মাসুদ, সুলতান মল্লিক, হাবিবুর রহমান, শেখ সাহিদুল ইসলাম, যুব সংহতির সভাপতি শেখ আনিসুজ্জামান, সাধারন সম্পাদক সরদার আরিফুজ্জামান আরিফ, জাহাঙ্গির হোসেন, মোঃ বরকত শেখ, ছাত্র সমাজের সভাপতি শেখ ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক এস এম বদরুদ্দৌজা শিমুল, স্ব্ছোসেবক পার্টির আহবায়ক মোঃ আল মামুন, হৃদয় বিশ্বাস সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।