October 7, 2024
আঞ্চলিক

ফকিরহাটে ছিনতাইয়ের ৭ লক্ষ টাকা উদ্ধার, আটক ৫ : মামলা দায়ের

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

াগেরহাটের ফকিরহাটে ডিবি পুলিশের পরিচয়ে ৭লক্ষ ৩হাজার টাকা ছিনতাই এর ৮ঘ ন্টা পর টাকা নিয়ে পালিয়ে যাওয়া ছিনতাইকারী সামাদ মন্ডল (৪৯) সহ ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে মডেল থানা পুলিশ। সামাদ মন্ডল কুষ্টিয়া জেলার মীরপুরের কয়েরী গ্রামের বাহার আলী মন্ডলের পুত্র। তাকে মোল্লাহাটের চান্দেরহাট এলাকা থেকে ঘটনার রাতেই আটক করা হয়েছে। এ পর্যন্ত মোট ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর বিকেলে ফলতিতা মৎস্য আড়তের রতন ফিসের পরিচালক আনন্দ গাইনের কর্মচারী মনি সংকর বিশ্বাস ফকিরহাট একটি ব্যাংক থেকে ৭লক্ষ ৩হাজার টাকা উত্তোলন করে মটরসাইকেলযোগে ফলতিতা যাওয়ার পথে মুলঘর কাকডাঙ্গা নামক স্থানে পৌছালে ছিনতাইকারীরা তার গতিরোধ করে এবং ডিবি পুলিশের পরিচয়ে মনিসংকরের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এসময় স্থানীয জনৈক্য এক ব্যক্তি ঘটনাটি দেখে ফলতিতা মৎস্য ব্যবসায়ীদের খবর দেয় মুহুর্তের মধ্যে মৎস্য ব্যবসায়ীরা ফলতিতা মহাসড়ক ঘিরে একটি মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করে গনধোলাই শেষে পুলিশের কাছে সোর্পদ করে।

হাতে নাতে আটককৃতরা হল ময়মনসিংহ জেলার তারাকালার দোহার গ্রামের মোঃ মতিয়ার রহমানের পুত্র মাইক্রোবাস চালক মোঃ রুবেল হোসেন (৩০), ছিনতাইকারী মাদারাপুরের আক্কাস কাজীর পুত্র মোঃ জামাল কাজী (৩২), উজিরপুর এলাকার কাজী নুর হোসেনের পুত্র রিপন হোসেন (৪০) ও বেনাপোলের ভবেরবেড় গ্রামের ওয়াসিম বেপারীর পুত্র সোহরব হোসেন (৪০)। এ ব্যাপারে মনিসংকর নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *