ফকিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মডেল থানা পুলিশ শুক্রবার রাতে তানজিলা আক্তার ছবি (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া গ্রামের শেখ তুহিন হোসেন এর স্ত্রী তানজিলা আক্তার কে রাতে ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেচিয়ে ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানার এসআই বিধান চন্দ্র রায় এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। আসলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় ধ্রুম জালের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।