ফকিরহাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০১৯-২০ অর্থ বছরের প্রণোদনার বিনামূল্যে বীজ, সার ও এমওপি বিতরণ করা হয়। এদিন উপজেলা ৮টি ইউনিয়নের ২৬০জন কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে মুগের বীজ, সার ও এমওপি এবং বুলবুলে ক্ষতিগ্রস্ত ২০০জনের মাঝে বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ কুমার মন্ডল, বিপ্লব কুমার দাশ, সুমন বাগচী, প্রদীপ পাল, অভিজিৎ গাইন, দেবদাস বালা, সোলাইমান হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।