ফকিরহাটের মৌভোগ গোসাই বাড়ী ১৫২তম মহাৎসব  

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  

বাগেরহাটের ফকিরহাটে মৌভোগ গোসাইবাড়ী আশ্রমে মঙ্গলবার দিন ব্যাপি মহাসাধক শ্রী শ্রী হরিদাশ গোস্মামীর গোপাল জিউর ১৫২তম তিরোধাম দিবস উপলক্ষে বার্ষিক কির্ত্তন ও মহাৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি রনজিৎ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কাজি মোঃ মহসিন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন, সরদার আলতাফ হোসেন ও সমাজসেবক বলরাম আশ।  

সদস্য সচিব শীবনাথ ঘোষের পরিচালনায় এসময় রনজিৎ কুমার বিশ^াস, দিপু দাস, অরুন গুহ, মিলন সেন, নিলমনি সিংহ, অরুপ ঘোষ, সঞ্জিৎ দাস, নান্টু দাস, মিঠুন দাশ, বলরাম চক্রবর্তী, শান্ত শীল, অমৃত দাস, উত্তম শীল, পলাশ রায়, আশিষ কুমার দে, তরুন দাস, বিশ্বনাথ ঘোষ, নান্টু দাস, শিমুল শীল, তুর্জ ঘোস, সুকদেব দাশ, পলাশ দত্ত,  দিলিপ কুমার পাল সহ আগত অসংখ্য ভক্তবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।    

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *