ফকিরহাটের মানসা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার গুরুত্বপূর্ন ও জনবহুল মানসা বাজারের পূর্ব পার্শ্বের প্রবেশ পথে দুইপাশ ঘেষে গড়ে উঠেছে কয়েকটি অবৈধ স্থাপনা। ফলে পথচারী ও ছোট ছোট যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্যাক্তি মালিকানা জায়গাসহ সরকারি জায়গা জুড়ে দোকানঘর তৈরী করে ব্যবসা চালিয়ে গেলেও দেখার যেন কেউ নেই। বিশেষ করে একটি রাইস মিলের সামনে অধিকাংশই সরকারি রাস্তার উপর মিষ্টির দোকান করার ফলে সেখান থেকে একটি ভ্যান চলাচল করতে পারেনা। বাজারের প্রবেশ পথে এমন অবস্থা বিরাজ করায় ক্রেতাসাধারনের যাতাযাতে চরম ভোগান্তীর সৃষ্টি হয়।
জানা গেছে, উক্ত মানসা বাজারে কয়েকদখা অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অবৈধ স্থাপনার জন্য ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করতে নানা সমস্যার পড়তে হয়। এলাকার পথচারী ও সচেতন মহল জানায়, যাতায়াতের সময় বাধাগ্রস্থ হয়ে অনেকেই অবৈধ্য স্থাপনা অপসারনের দাবী জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির বলেন, অচিরেই সড়কের উপর অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।