November 14, 2024
জাতীয়

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পরিবারের ৩ জন নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের সদর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুইজন। জেলার কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার আলালপুর গ্রামের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এয়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫) ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, হামিদ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে শেরপুর থেকে প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *