December 22, 2024
জাতীয়

প্রশাসনের রন্ধ্রে-রন্ধ্রে স্বাধীনতাবিরোধীরা বসে আছে : শাহরিয়ার কবির

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকার বিষয়টি গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘প্রশাসনের রন্ধ্রে-রন্ধ্রে জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা বসে আছে। ১৯৭৫ এর পর থেকে তারা দীর্ঘকাল ক্ষমতায় ছিল। মুক্তিযুদ্ধের বহু নথিপত্র তারা টেম্পারিং করেছে, বিকৃত করেছে। রাজাকারদের তালিকায় কোনও টেম্পারিং হয়েছে কিনা, তদন্ত করে দেখতে হবে।’

গতকাল বুধবার রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঘাতক দালাল নির্মূল কমিটি এই সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘প্রশাসনে থাকা স্বাধীনতাবিরোধীরা রাজাকারদের তালিকা সরিয়ে দিয়ে সেখানে মুক্তিযোদ্ধাদের নাম ঢুকিয়ে দিয়েছে কিনা তা তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না। পুরো বিষয় নিয়ে আমরা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকায় সংবাদ সম্মেলন করবো। এই তালিকা সরিয়ে দিলেই সমাধান হবে না। রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসা দুঃখজনক। এ জন্য মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী তো ক্ষমা চেয়েছেন, তাকে দায়ী করা উচিত হবে না।’

জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডা. মান্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রবীন রাজনীতীবিদ মোহাম্মদ আফজাল ও সিপিবি নেতা মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *