September 17, 2024
জাতীয়

প্রতিবন্ধী শিশু ধর্ষণের ৬ মাস পর মামলা, যুবক গ্রেফতার

দক্ষিণাঞ্চল ডেস্ক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল­ায় ১০ বছরের মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ছয়মাস পর দায়ের করা মামলায় বিল­াল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ফতুল­ার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে বিল­ালকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে প্রতিবন্ধী শিশুর খালা বাদী হয়ে বিল­ালকে আসামি করে ফতুল­া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, ফতুল­ার পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুল সংলগ্ন জসু প্রধানের মালিকাধীন তৃতীয় তলা ভবনের নিচ তলা ভাড়া নিয়ে বসবাস করে ওই প্রতিবন্ধী শিশুসহ তার মা ও খালা। শিশুর মা ফতুল­ার বিসিক শিল্পনগরীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাবা হারা শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হলেও সে পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। গত বছরের ৫ আগস্ট দুপুরে একই বাড়ির অপর ভাড়াটিয়া মজিদ মলি­কের ছেলে বিল­াল প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেছিলেন বিল­ালের লোকজন। দীর্ঘদিন পর এ ঘটনায় প্রতিবন্ধী শিশুর খালা বাদী হয়ে ফতুল­া মডেল থানায় মামলা দায়ের করে।

ফতুল­া মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বিল­ালকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *