প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে খুবি কর্তৃপক্ষের বক্তব্য
খবর বিজ্ঞপ্তি
গত ১৮ নভেম্বর কয়েকটি জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টালে খুবিতে প্রথম বর্ষে ভর্তি হতে পারছে না ১৫ জন শিক্ষার্থী শিরোনামে প্রকাশিত সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদ সম্মেলনে কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ১৪ নভেম্বর বিষয় পছন্দক্রম প্রদানের দিন হিসেবে উল্লেখ করে যে তথ্য উল্লেখ করেছেন তা সঠিক নয়।
প্রকৃতপক্ষে পছন্দক্রমের সময়সীমা নির্ধারণের তারিখ ছিলো ৮ থেকে ১৪ নভেম্বর মোট ৭ দিন, যা পূর্বেই সকল ইউনিটের প্রসপেক্টাস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদান করা হয়। কোনো কারণে ভর্তিচ্ছুরা পছন্দক্রম পূরণে সমস্যার মুখোমুখি হয়ে থাকলে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সর্বদা চালু থাকা ৫টি হট লাইনে যোগাযোগের সুযোগ ছিলো। কিন্তু এ বিষয়ে যথাসময়ে কেউ কোনো ধরনের যোগাযোগ করেননি। এই ব্যাখ্যা সংশ্লিষ্ট সকলের বিভ্রান্তি নিরসন করবে বলে কর্তৃপক্ষ মনে করেন।