October 8, 2024
জাতীয়

‘পোলার আইসক্রীম স্কুটি-ফুর্তি’ ক্যাম্পেইনের দ্বিতীয় স্কুটি বিজয়ীকে পুরস্কার হস্তান্তর

খবর বিপ্তপ্তি

৪ মার্চ ২০২০ তারিখে ‘পোলার আইসক্রীম স্কুটি-ফুর্তি’ ক্যাম্পেইনের দ্বিতীয় স্কুটি বিজয়ী ইসরাত আকতারকে চট্টগ্রামে পুরস্কার হস্তান্তর করা হয়। ইসরাত আকতারকে স্কুটারের চাবি তুলে দেন ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সিওও (চিফ অপারেটিং অফিসার) শাহ মাসুদ ইমাম। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, রিজিওনাল সেল্স ম্যানেজার মোঃ মহিউদ্দিন চৌধুরী। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পোলার আইসক্রীম-এর বিভাগীয় কার্যালয় অফিসে, সন্ধ্যা ৭টায়।

দেশব্যাপী ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া পাওয়ায় ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সিওও (চিফ অপারেটিং অফিসার) শাহ মাসুদ ইমাম ভোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন প্রতি সপ্তাহে একটি করে স্কুটি- সর্বমোট ৪টি, প্রতিদিন একটি করে স্মার্টওয়াচ, প্রতিদিন একটি করে স্মার্টফোন এবং ঝগঝ করলেই নিশ্চিত পুরস্কার হিসেবে পেতে পারেন ৫০গই মোবাইল ডাটা অথবা ১০ টাকা বা ২০ টাকা মূল্যমানের মোবাইল রিচার্জ। ক্যাম্পেইনে এখন পর্যন্ত স্কুটার জিতেছেন ২ জন। এছাড়াও রয়েছে প্রতিদিনের স্মার্টওয়াচ ও স্মার্টফোন বিজয়ী।

‘মন ভালোর নতুন ফুর্তি’ শিরোনামের এই ক্যাম্পেইনটি ১২ ফেব্রæয়ারি ২০২০ থেকে শুরু হয়ে চলবে ১৪ মার্চ ২০২০ পর্যন্ত। গ্রাহকরা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঝগঝ করতে পারবেন। অফারটিতে অংশ নিতে পোলার আইসক্রীমের যেকোনো কোন আইসক্রীমের লিডে উল্লেখিত কোড নম্বরটি ঝগঝ করতে হবে ২৬৯৬৯ নম্বরে (চার্জ প্রযোজ্য)।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *