April 24, 2024
জাতীয়

পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবক ওয়াসিমের স্বীকারোক্তি

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর নয়পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়া যুবক ওয়াসিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিন আসামির জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন পল­বী থানার এক মামলায় ওয়াসিমকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা প

ল­বী থানার এসআই মুন্সী শহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির ওই জবানবন্দি রেকর্ড করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে আসামিকে গ্রেফতার করে পল­বী থানা পুলিশ।

১৪ নভেম্বর দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের একটি পিকআপভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।

এতে পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় বুধবার রাতে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় ওই তিন মামলা দায়ের করে। এ ছাড়া পল­বী থানাও এ মামলাটি দায়ের করা হয়। ওই ঘটনায় মামলার পর থেকে ওয়াসিম আত্মগোপনে ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *