April 27, 2024
জাতীয়লেটেস্ট

পুরনো মামলায় যুবদল সভাপতি টুকু রিমান্ডে

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রায় সাত মাস আগের পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। তার সঙ্গে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ আরও ছয়জনে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ নভেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড দেওয়া অপর আসামিরা হলেন, মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

এর আগে শনিবার রাতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

চলতি বছরের ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এই মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা বেআইনি মিছিল করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় মিছিলকারীরা ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করে। এতে এক পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্য আহত হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *