April 27, 2024
জাতীয়

পিরোজপুরে মাদকবিক্রেতার ১৫ বছরের কারাদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক
পিরোজপুরে নেছার উদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। নেছার পিরোজপুর পৌরসভার শেখপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ আগস্ট রাতে পিরোজপুর পৌরসভার শেখপাড়ায় নেছারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে এক হাজার ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাশ বাদী হয়ে নেছারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে একই বছরের ২৩ নভেম্বর পিরোজপুর সদর থানার এসআই আল-মামুন নেছার ও সাপা দত্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি নেছারের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাপাকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন শাহ আলম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *