পিরোজপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার গাজীপুর এলাকায় বাড়ির পুকুরে তারা ডুবে যায় বলে পরিবারের সদস্যরা জানান। এরা হলো গাজীপুর এলাকার মো. আলী হোসেন তালুকদারের মেয়ে লিমা আক্তার (১৩) ও জান্নাতি আক্তার (৬)।
স্থানীয় বাসিন্দা মামুন হোসেন জানান, লিমা ও জান্নাতি দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে গেছে। অনেকক্ষণ পরও তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।