পিরোজপুরে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
পিরোজপুর সদর উপজেলায় তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, শনিবার সকালে ওই তরুণী মামলা করার পর তারা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেন ছেলে শুভ শেখ (২৬) ও দাউদপুর-পুখুরিয়া গ্রামের নূর ইসলাম খানের ছেলে বেলাল খান (৩০)।
১৮ বছর বয়সী ওই তরুণী পিরোজপুর সদর উপজেলার রাজারহাট এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তাদের বাড়ি জেলার নেছারাবাদ উপজেলার মহিষমারা এলাকায়।
তরুণীর অভিযোগ, পূর্ব পরিচয়ের সূত্রে শুক্রবার বিকেলে শুভ তাকে মটরসাইকেলে করে কৈবর্তখালী গ্রামে নিয়ে যান। সেখানে বাগানে কয়েকজন মিলে ভয় দেখিয়ে ধর্ষণ করে। রাত হয়ে গেলে বাগান থেকে একটি ঘরে নিয়ে আবার ধর্ষণ করে। সকালে সেই ঘর থেকে পালিয়ে থানায় যান।
ওসি নূরুল বলেন, এ ঘটানায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তরুণীর ডাক্তারি পরীক্ষার জস্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।