December 8, 2024
আঞ্চলিক

পাড়া-মহল্লায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান সিটি মেয়রের

খালিশপুর থানা আ’লীগের র‌্যালি ও সমাবেশ

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন,স্বাধীনতার পরাজিত শত্রæ জামায়াত-বিএনপিরা ষড়যন্ত্র চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মুছে ফেলতে চায়। বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ’৭১-এর পরাজিত শত্রæরা আজকে সা¤প্রদায়িকতার মত জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সম্মিলিত চক্রান্ত হলো দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং অগ্রযাত্রাকে থামানো। সিটি মেয়র বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং পাড়া-মহল্লায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

গতকাল শুক্রবার বিকাল ৪টায় খালিশপুরস্থ পিপলস গোলচত্বরে খালিশপুর থানা আ’লীগ আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব একেএম ছানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি যথাক্রমে শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর শেখ মোশারেফ হোসেন, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা সৈয়দ আরব আলী, মজিদ বকুল, এস এম গিয়াসউদ্দিন, হাসান হাফিজুর রহমান, মোঃ হুমায়ুন কবীর, সমীর কুমার সরকার, কাজী এনায়েত আলী আলো, এস এম  মোর্শেদ আহমেদ মনি, কাজী শাফায়েত হোসেন প্যারেট, মোঃ জাকির হোসেন, মোঃ শফিউল্লাহ, জিয়াউল আলম খান খোকন, শাহজাহান জমাদ্দার, কামরুজ্জামান বাবলু, জিয়াউল আলম জিয়া, ইমরুল ইসলাম, আসলাম আলী, হাজী জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান মাক্কি, মুরাদ হোসেন, রিপন খান, ডাঃ সায়েম, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমার, আব্দুল জব্বার, শ্রমিক নেতা মুরাদ হোসেন, দ্বীন ইসলাম, যুবলীগের  মোল্লা জামান জেলিম, আব্দুল আল মামুন, মোঃ মিলন প্রমুখ। সমাবেশ শেষে একটি র‌্যালি খালিশপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৈকালী চত্বরে শেষ হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *