October 8, 2024
আঞ্চলিক

পানি সম্পদ প্রতিমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরণী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দুই দিনের সফরে আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায় সফরে আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২ জানুয়ারি সকাল নয়টায় যশোর জেলার ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ এবং অভয়নগর উপজেলার ভবদহ এলাকা পরিদর্শন করবেন। তিনি বেলা আড়াইটায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনার রেষ্ট হাউজে খুলনা জোনে কর্মরত বাপাউবোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বিকাল তিনটায় খুলনা জেলার দাকোপ উপজেলার (পানখালি) সিইআইপি প্রকল্পের অওতায় ৩২ ও ৩৩ নম্বর পোল্ডার এর চলমান কাজের সাইট পরিদর্শন করবেন।

প্রতিমন্ত্রী ৩ জানুয়ারি সকাল আটটায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দূর্গাবটি এলাকার ৫ নম্বর পোল্ডার, গাবুরা এলাকার ১৫ নম্বর পোল্ডার, খুলনা জেলার কয়রা উজেলার ১৩-১৪/২ নম্বর পোল্ডার এবং ১৪/১ নম্বর পোল্ডার এর বাঁধ পরিদর্শন করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করবেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *