পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দক্ষিণাঞ্চল ডেস্ক
বৈরী আবহাওয়ার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে সন্ধ্যা ৭টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
পাটুরিয়া ফেরি ঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, ঝড়ো আবহাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল করে দেওয়া হয়।আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
দীর্ঘ আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক করে যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান ফেরিঘাট সংশ্লিষ্টরা।