October 8, 2024
আঞ্চলিক

পাটকেলঘাটা ফ্রেন্ডস গ্রুপ-২০০০ এর ২য় বন্ধু পুনর্মিলনী ২৫ জানুয়ারী

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা ফ্রেন্ডস গ্রুপ-২০০০ এর ২য় বন্ধু পুনর্মিলনী আগামী ২৫ জানুয়ারী। ফ্রেন্ডস গ্রুপ-২০০০ এর আয়োজন কমিটি সুত্রে জানা যায়, আগামী ২৫ জানুয়ারী শুক্রবার ২য় বারের মত স্থানীয় নীলিমা ইকো পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধু পুনর্মিলনী। ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে। এবার ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মাননা স্মারক প্রদান করা হবে।
এছাড়া অসহায় গরীব সদস্যদের মধ্যে শীত নিবারণ বস্ত্র বিতরণ করবে। অনুষ্ঠানের শেষে মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি থাকবেন, উপজেলা নির্বাহী কর্তকর্তা সাজিয়া আফরীন, সহকারী কমিশনার (ভ‚মি) অনিমেষ বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার(তালা-পাটকেলঘাটা) সার্কেল অপু সরোয়ার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, ৩নং সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম। ফ্রেন্ডস গ্রুপ-২০০০ এর সভাপতি সিরাজুল ইসলাম মিন্টু ও সাধারন সম্পাদক উত্তম কুমার পাল জানান অনুষ্ঠানের প্রয়োজনীয় সকল কাজ প্রায় চুড়ান্ত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *