October 3, 2024
আঞ্চলিকলেটেস্ট

পাটকল শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিবাজরা : হাসানুল হক ইনু

নগর ও জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

খবর বিজ্ঞপ্তি

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সমাজতন্ত্রিক দল জাসদ খুলনা  মহানগর ও জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন নগরীর পাবলিক হল চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি শেখ গোলাম মোর্তুজা, পরিচালনায় ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব স ম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন জাসদ সভাপতি, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন ও আব্দুল আলীম স্বপন, সাম্যবাদী দলের এফ এম ইকবাল হোসেন, জাসদ ভেড়ামারার নেতা আবু হেনা মোস্তফা কামাল বকুল, জাসদ কুষ্টিয়ার নেতা অসিত বরণ,  জাসদ সাতক্ষীরার সভাপতি ওবায়দুল সুলতানা বাবলু, ন্যাপের জেলা সাঃ সম্পাদক তপন কুমার রায়, জেপির মহানগর কমিটির সভাপতি কাজী মাসুদ, পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ইলাহী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্লাটিনাম মিল শ্রমিক নেতা শাহজাহান সিরাজ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য মহানগর ও জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। মহানগর কমিটির সভাপতি খালিদ হোসেন ও সাঃ সম্পাদক আরিফুজ্জামান মন্টু আর জেলা কমিটির সভাপতি শেখ গোলাম মোর্তুজা ও সাঃ সম্পাদক স ম রেজাউল করিম। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য বলা হয়।

সম্মেলনে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খুলনার পাটকলগুলো আজ লোকসানী শিল্পে পরিণত হয়েছে। শ্রমিক পরিবারে হাহাকার। দুর্নীতিবাজরা পাটকল শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। এ চক্রটি পাটশিল্প ধ্বংস করতে নানা চক্রান্ত করছে। পাটকলগুলোকে আধুনিকায়ন করে দুর্নীতির লাগাম টেনে ধরে শ্রমিকদের মুখে হাসি ফুটাতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক কুসংস্কার দূর করে মুজিববর্ষে দেশে নতুন জাগরণ সৃষ্টি করতে হবে। জঙ্গি দমনের মত দুর্নীতিবাজদের দমন করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *