October 3, 2024
আঞ্চলিক

পাটকল শ্রমিকদের দাবি না মানায় সিপিবি’র উদ্বেগ ও ক্ষোভ

খবর বিজ্ঞপ্তি

রাষ্টায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি না মেনে টালবাহানা করায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑমহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, মহানগর নেতা মিজানুর রহমান বাবু, নিতাই পাল, তরুণ সরকার, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, গৌরাঙ্গ সমাদ্দার, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, কৃষ্ণেন্দু বাছাড় প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আন্দোলনরত শ্রমিকদের প্রতারণার আশ্রয় নিয়ে ২ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়ে অনশন থেকে উঠিয়ে নিয়ে দফায় দফায় সময় বাড়িয়ে এতদিন পর শ্রমিকদের কোনো দাবি এমনকি বকেয়া বেতনও পরিশোধ না করে শ্রমিকদের সাথে নির্মম রসিকতা করা হয়েছে। বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১১ দফা মেনে নেয়ার আহŸান জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *