পাটকল শ্রমিকদের আন্দোলনে নগর বিএনপির সমর্থন
মজুরি কমিশন, বকেয়া মজুরি, গ্রাচুইটি, পিএফ’র টাকা প্রদান সহ ৯ দফা দাবিতে পুনরায় শুরু হওয়া রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। টালবাহান ও ভাওতাবাজির রাজনীতি পরিহার করে অবিলম্বে পাটকল শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার জন্য সরকার ও বিজেএমসির প্রতি আহবান জানিয়েছেন তারা।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।