পাকিস্তান নিরাপদ, বাংলাদেশে খেলতে এসে বললেন শেহজাদ
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত এখন ঝুলে আছে। সেটির সূত্রে দুই দেশের ক্রিকেট বোর্ডে চলছে টানাপোড়েন। বিপিএল খেলতে আসা পাকিস্তানী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ অবশ্য নিজ দেশের নিরাপত্তার জয়গান গাইলেন। পাকিস্তানে যাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয় বলেও মনে করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
বিপিএলে একসময় নিয়মিত মুখ ছিলেন শেহজাদ। প্রথম বিপিএলে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। বিপিএলে দ্রুততম সেঞ্চুরি (৪০ বলে) ও ফিফটির রেকর্ড (১৬ বলে) এখনও তার। তবে সময়ের পরিক্রমায় পাকিস্তান জাতীয় দল থেকে যেমন দূরে সরে গেছেন তিনি, বিপিএলেও এখন সুযোগ মেলে কদাচিৎ। ২০১৬ আসরের পর এবারই প্রথম সুযোগ পেলেন বিপিএলে।
মাত্রই তিনি এসেছেন পাকিস্তান থেকে, বাংলাদেশের সফর নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ অবধারিতভাবেই উঠল। শেহজাদ সরাসরি বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে কথা না বললেও তুলে ধরলেন পাকিস্তানে যাওয়ার যৌক্তিকতা।
“আমার মতে, পাকিস্তান নিরাপদ। আগেও নিরাপদ ছিল, এখনও আছে। আমাদের নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য সবকিছুই করছে। ক্রিকেটারদের খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন তারা। শ্রীলঙ্কা সফর করে গেল কদিন আগে, খুবই সফল সফর। কৃতিত্ব তাদের দিতে হয় যারা পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে পর্দার পেছন থেকে কাজ করে চলেছে।”
“সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের, তারা যা মনে করে, তাই করা উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, পাকিস্তানে গিয়ে দারুণ সব উইকেটে খেলা, আন্তরিক আতিথেয়তা ও সেখানকার খাবার আমি উপভোগ করতাম। আমার মতে, ক্রিকেটের জন্য পাকিস্তান আদর্শ জায়গা।”
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসেই পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। তবে বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে যেতে চায় বলে পাকিস্তানের বোর্ডকে জানিয়েছে বিসিবি, টেস্ট খেলার প্রস্তাব দেওয়া হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তান সেই প্রস্তাবে এখনও রাজী হয়নি। টি-টোয়েন্টি সফরের জন্যও বাংলাদেশ সরকারের ছাড়পত্র এখনও পায়নি বিসিবি।