পাকিস্তানে কেবল টি-২০ সিরিজ খেলতে অনড় বিসিবি
ক্রীড়া ডেস্ক
আসন্ন সফরে পাকিস্তানের মাটিতে কেবলমাত্র টি-২০ সিরিজ খেলতে অনড় অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। দ্বিপাক্ষিক সিরিজের সব ম্যাচ পাকিস্তানের মাটিতে আয়োজনের বিষয়ে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানির ঘোষণার পেক্ষিতে বিসিবি এই মুহূর্তে কেবলমাত্র টি-২০ সিরিজ খেলার বিষয়ে অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে।
বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সংক্ষিপ্ত সময়েই সেখানকার অবস্থা পর্যালোচনায় সহায়ক হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জানুয়ারি-ফেব্রæযারি মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলের দুই টেস্ট ও তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে। তবে পাকিস্তানের মাটিতে এই মুহূর্তে টেস্ট ক্রিকেট খেরতে ইচ্ছুক নয় বিসিবি।
বরং নিরপেক্ষ কোন ভেন্যুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনে পিসিবিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে বিসিবির ইতস্ততার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি কর্মকর্তারা।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ বলেন, ‘স্বাভাবিকভাবেই পাকিস্তান দেখতে চাইবে যে, সেখানে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে। এবং সম্ভবত এ কারণেই তারা এসব কথা বলেছে।’
‘তবে আপনারা সকলেই জানেন ম্যাচের পরিবেশ বলতে একটা বিষয় আছে এবং এবং একই সাথে বিদেশ থেকে আসা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট রয়েছে এবং সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের দীর্ঘ সময় সেখানে তাকার বিষয়ে তাদের সাথে আরোচনা করতে হবে।’
‘সুতরাং আমরা সেখানে টি-২০ সিরিজটি খেলতে চেয়েছিলাম। কেননা, আমরা সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য খেলি, খেলোয়াড়, টিম ম্যানেজসেন্ট এবং অন্যরা অন্তর্ভুক্ত থাকে সবাই একটা মূল্যায়ন করতে পারবে। এ চিন্তা থেকেই আমরা তাদেরকে টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি।’
টি-২০ সিরিজের সব ম্যাচই একই ভেন্যুতে আয়োজনের বিষয়ে পিসিবিকে জানানো হয়েছে জানান বিসিবি প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘ আমরা চলাচল ও সময়কাল বিবেচনা করে একটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছি।’