পাইকগাছা জাতীয়তাবাদী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিবৃতি
পাইকগাছা প্রতিনিধি
গত ২ মার্চ খুলনা জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে ডুমুরিয়া উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো: সরোয়ার হোসেন এর উপর হামলার তীব্র নিন্দা ও উক্ত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট মামলার সুষ্ঠ সমাধানের জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্র দলের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন উপজেলা যুবদলের মো: আবুল হোসেন, কৃষক দলের আহবায়ক মেছের আলী সানা, জাসাস সভাপতি মাস্টার মুজিবর রহমান, শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক শেখ শাহ আলম, কামাল হোসেন, ছাত্র দলের ১ম যুগ্ম আহবায়ক নাজমুল হুদা মিন্টু, জাসাসের সাধারণ সম্পাদক সায়েদ আহম্মেদ বাবলা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, জাকারিয়া, আল-মামুন মুন্না, তৌহিদুর রহমান, নাজমুল হোসেন, সিরাজুল ইসলাম, আরিফ হাজরা ও সাদ্দাম হোসেন।