October 3, 2024
আঞ্চলিক

পাইকগাছা-কয়রার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে

নবীন বরণ অনুষ্ঠানে এমপি বাবু

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার গুণগতমান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, উপবৃত্তি প্রদান ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন সহ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করায় এক দিকে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, অপর দিকে পাশের হার ও গুনগতমান বৃদ্ধি পেয়েছে। শিক্ষা খাতের ন্যায় বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিটি ক্ষেত্রে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। এমপি বাবু বলেন, শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছে।

তিনি গতকাল রবিবার সকালে কলেজ মিলনায়তনে নির্বাচনী এলাকা পাইকগাছার হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজের আইসিটি ও একাডেমীক ভবনের শুভ দ্বারোদঘাটন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে ও প্রভাষক কামাল হোসেন ও হালিম সানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী মোঃ নাফিজ আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, যুগোল কিশোর দে, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, আনন্দ মোহন বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, শেখ হেদায়েত আলী, ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, উপাধ্যক্ষ তোরাব আলী গাজী, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, জসিম উদ্দীন বাবু, শামীম হোসেন, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, মোঃ আব্দুল গফফার মোড়ল, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রমজান সরদার, আজমল হোসেন বাবু, শিক্ষার্থী খাদিজা ইয়াসমিন, স্বপ্না দত্ত, রিয়া, ইসমত আরা নদী ও শিউলী আক্তার।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *