পাইকগাছা উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ধারাবাহিক শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে গতকাল সোমবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ও হাচিমপুর আশ্রয়ন প্রকল্পের শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করেন। এর আগে তিনি রোববার রাতে গদাইপুর ইউনিয়নের আলোকদ্বীপ ও পৌরসভার সরল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেন। পৃথক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সার্ভেয়ার সাকিরুল ইসলাম ও ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা তৌহিদ।