পাইকগাছায় স্কুলছাত্রীর আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মৈত্রী দাশ (১৪) নামে এক স্কুল ছাত্রী ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মিলন দাশের মেয়ে ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় প্রাইভেট পড়তে যাওয়ার পূর্ব মুহুর্তে পড়ার ঘরের বারান্দার আড়াই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে তার জামাই বাবু দিপংকর মন্ডলের বাড়ীতে। সে ওই বাড়ীতে থেকে লেখাপড়া করত।
ওসি এমদাদুল হক শেখ বলেন, মৃত্যুর কারণ এ মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।