October 3, 2024
আঞ্চলিক

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় আগামী ২ আগস্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, শিক্ষক পঞ্চানন সরকার, ডাঃ শংকর দেবনাথ ও অসীম দাশ।

সভায় প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, বিশেষ স্মরণিকা প্রকাশ, রচনা, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজ্ঞানীর জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *