September 18, 2024
আঞ্চলিক

পাইকগাছায় ডাকাত শামছুর আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় স্থানীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার রাড়–লী গ্রামের মৃত রহমত উল­াহ গাজীর ছেলে শামছুর রহমান গাজী ওরফে শামছুল গাজী ওরফে খুদু বুড়ো ওরফে খুদু (৭৫) নামে এক ডাকাত শনিবার রাত আড়াইটার দিকে একই এলাকার মৃত মানিক মিস্ত্রীর ছেলে হায়দার আলী মিস্ত্রীর বাড়ীতে চুরি করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় থানায় আটক শামছুরের বিরুদ্ধে হায়দার আলী বাদী হয়ে চুরি মামলা করেছে। যার নং- ০৭, তাং ০৩/০৩/১৯ ইং। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, আটক শামছুর এলাকার চিহ্নিত একজন ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *