পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার, প্রতিবন্ধী কার্ড, শীতবস্ত্র ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে, উপজেলা প্রশাসন ও বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।
বক্তব্য রাখেন ওসি (তদন্ত) রহমত আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, কেএম আরিফুজ্জামান তুহিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, প্রতিবন্ধী কার্ড ও শীতবস্ত্র এবং শ্রেষ্ঠ ঋণ আদায়কারী হিসেবে ইউনিয়ন সমাজকর্মী এসএম শহিদুল হককে পুরস্কার প্রদান করা হয়। এদিকে এবছর পাইকগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। অনুষ্ঠানে মুজিব শতবর্ষ দিবস উদযাপন উপলক্ষে সমাজসেবা কার্যালয়ের সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।