September 15, 2024
আঞ্চলিক

পাইকগাছায় জাতীয় মৎস্যসপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ৭ ব্যক্তি পুরস্কৃত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ৭ ব্যক্তিকে মৎস্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্মরূপ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, পোনা ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন, চিংড়ি চাষী এমএম আজিজুল হাকিম।

বক্তব্য রাখেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর, বিশ্বজিৎ সরদার, আল-আমিন, পোনা ব্যবসায়ী মনিরুজ্জামান, অহেদুজ্জামান মোড়ল, হেলাল উদ্দীন লোটাস ও আব্দুল বারিক। অনুষ্ঠানে মৎস্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্মরূপ শ্রেষ্ঠ পোনা ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন, শ্রেষ্ঠ চিংড়ি চাষী এমএম আজিজুল হাকিম, শ্রেষ্ঠ লিফ মানবেন্দ্র কুমার মন্ডল, শ্রেষ্ঠ তেলাপিয়া প্রদর্শনী চাষী নজরুল ইসলাম গাজী, শ্রেষ্ঠ রুই জাতীয় মাছের চাষ প্রদর্শনীতে আলাউদ্দিন গাজী, উন্নত প্রযুক্তি গ্রহণকারী উদ্যোক্তা হিসাবে সুজিত কুমার মন্ডল ও নতুন প্রযুক্তি গ্রহণকারী উদ্যোক্তা হিসাবে দীপিকা মহলদারকে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *