পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে জমির মালিককে হুমকি!
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে জমির মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের পুঁটিমারী মৌজার একটি চিংড়ি ঘের নিয়ে হরিঢালী ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ বাবু নাম পরিচয় দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে বিরোধপূর্ণ চিংড়ি ঘেরের জমি মালিক পুঁটিমারী গ্রামের মৃত মনিন্দ্রনাথ দাশের ছেলে দীলিপ কুমার দাশকে ঘের সংক্রান্ত বিষয় মিমাংশা করে নেওয়ার জন্য হুমকি দেয়। বিষয়টি মিমাংশা না করলে পরিবার সহ তাকে জীবন নাশের হুমকি দেয়। এ ধটনায় দীলিপ কুমার দাশ শনিবার থানায় সাধারণ ডায়েরী করে। যার নং- ১৩৭৬। তাং ২৯/০২/২০২০ ইং।