October 8, 2024
আঞ্চলিক

পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত ৪

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা গ্রামের মৃত মহেন্দ্রনাথ সরকারের ছেলে অযোদ্ধা সরকারের সাথে একই এলাকার সুব্রত সরকারের ছেলে রাহুল সরকার গংদের মধ্যে শামুকপোতা মৌজার এসএ ৪৯ খতিয়ানের চিংড়ি ঘের নিয়ে বিরোধ চলে আসছে। অযোদ্ধার ভোগদখলে থাকা চিংড়ি ঘেরটি রাহুল গংরা লোকজন নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে চিংড়ি ঘেরে অতর্কিত হামলা করে। এ সময় বাঁধ দিতে গেলে প্রতিপক্ষরা অযোদ্ধা গংদের বেদম মারপিট করে ও কুপিয়ে জখম করে। এতে অযোদ্ধা (৬৬), ভাই মিলন সরকার (৪৮), মিলনের স্ত্রী শান্তি রাণী (৩৬) ও তাপস সরকারের স্ত্রী সারথী সরকার (২৮) গুরুতর আহত হয়। আহতদেরকে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় অযোদ্ধা সরকার বাদী হয়ে প্রতিপক্ষ রাহুল সরকার (৩২), ভাই রিপন সরকার (২৪), রণজিৎ সরকারের ছেলে অনুপ সরকার (৩১), মৃত মনোরঞ্জন সরকারের ছেলে সুব্রত সরকার (৬৫), মৃত ললিত সরকারের ছেলে জগবন্ধু সরকার (৪৫), মৃত অতুল সরকারের ছেলে সনজিত সরকার (৫০), মৃত গোষ্ট বিহারী সরকারের ছেলে সুবোধ সরকার (৩৫), কাশিমনগর গ্রামের মহরাম মোড়লের ছেলে জিল্লুর রহমান সহ ৮ জনের নাম উল্লেখ ও ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করে। যার নং-০৫, তাং- ০৭/০৩/২০২০ ইং।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *