পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতার অর্থ প্রদান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গ্রাম আদালত প্রকল্পের আওতায় গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতার অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রামপুলিশদের মাঝে অর্থ প্রদান করেন ইউএনও জুলিয়া সুকায়না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রাণী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মহিদুল ইসলাম ও সাংবাদিক এন. ইসলাম সাগর। অনুষ্ঠানে উপজেলার ৮৩জন গ্রাম পুলিশ প্রত্যেককে ৬শ টাকা করে মোট ৪৯ হাজার ৮শ টাকা উৎসাহ ভাতা প্রদান করা হয়।