পাইকগাছায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, শিক্ষা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ উত্তম কুণ্ডু, সলুয়া দলিত সমিতির সভাপতি গৌরঙ্গ ও কাশিমনগর দলিত সমিতির সাধারণ সম্পাদক তুলসী। অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ ও উপকরণ হিসেবে স্কুল ব্যাগ এবং ছাতা সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।