April 18, 2024
আঞ্চলিক

পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টাইগার স্পোর্টিং ক্লাবের জয়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কমলাপুর ক্রিকেট একাদশকে ৭ রানে পরাজিত করে দেবদুয়ার ডিএসপি টাইগার স্পোর্টিং ক্লাব জয় পেয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে কমলাপুর ক্রিকেট একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কমলাপুর নির্ধারিত ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ২২ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় টাইগার স্পোর্টিং ক্লাব ক্রিকেট একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টাইগার স্পোর্টিং ক্লাবের অলরাউন্ডার আফরাইন খলিল। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচ (ফ্রেন্ড ফেডারেশন) সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ ছাত্র উজ্জ্বল স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উদ্বোধক ছিলেন, নিহত উজ্জ্বলের পিতা অনাথ বন্ধু সরদার। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, জিএম ইকরামুল ইসলাম, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, শেখ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, নিহত উজ্জ্বলের ভাই টুটুল সরদার ও শ্রীকান্ত সানা। ধারাভাষ্যে ছিলেন, এ্যাডঃ মঞ্জুরুল ইসলাম ও রাহাত। খেলাটি পাইকগাছা ক্যাবল নেটওয়ার্ক এর মাধ্যমে সরাসরি স¤প্রচার করা হয়। আগামী ৬ ফেব্র“য়ারি কয়রা ও কপিলমুনি ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *